ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৪০

শুধু পদ্মাসেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল: প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৪০ ৯ জানুয়ারি ২০২৩  

শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণের ক্ষেত্রে অনেক বাধা এসেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৯ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এ কথা জানান তিনি।

 

মেট্রোরেল ব্যবহারকীরদের সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেট্রোরেলে নিয়ম কানুন মেনে যাতায়াত করতে হবে সবাইকে। প্রত্যেক যাত্রীর প্রতি এ পরামর্শ থাকবে।

 

সরকার প্রধান বলেন, এয়ারপোর্টের পাশে যে রেলস্টেশন রয়েছে, সেখান থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটি আন্ডারপাস তৈরি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য এই আন্ডার পাস তৈরি করা হচ্ছে।

 

এর আগে গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে।

 

আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল যাবে কমলাপুর পর্যন্ত। এই প্রকল্প পুরোপুরি চালু হলে রাজধানীবাসী যানজটের দুর্বিসহ যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর